
সোনারপুর – সোনারপুর বাজারে বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ৷ একটি ফাস্টফুডের দোকানে আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল ৷ ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ৷ কি করে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল ৷
বারুইপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক
পুলিশ ও দমকল সুত্রে জানা গিয়েছে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ একটি ফাস্টফুডের দোকানে আগুন লেগে যায় ৷ স্থানীয় ব্যবসায়ীরা সকালবেলায় আগু ন ও ধোঁয়া দেখতে পেয়ে সাথে সাথেই দমকল ও পুলিশকে খবর দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ৷ প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে বলে দমকল সুত্রে জানা গিয়েছে ৷ কি করে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ ও দমকল সুত্রে জানা গিয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তারা বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন ৷ আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষতি হতে পারত ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে ৷