
সোনারপুর– টাউন ও লাঙলবেড়িয়া অঞ্চলের মধ্যে রবিবার দুপুরে এমএলএ কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৷ ফাইনাল খেলার শেষে রয়েছে ফসিলসের সংগীত পরিবেশন অনুষ্ঠান ৷ ফাইনাল খেলা ও সংগীতানুষ্ঠানকে কেন্দ্র করে সোনারপুর জুড়ে উন্মাদনা তুঙ্গে ৷ যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে ৷
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র আয়োজিত এমএলএ কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আজ ৷ এই উপলক্ষ্যে হরিনাভী স্পোর্টিং ক্লাবের মাঠে সাজো সাজো রব ৷ দুপুর ১টা নাগাদ এই খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে ৷ তৄতীয় বছরে পড়ল এমএলএ কাপ ৷ এবার এমএলএ কাপের উদ্ধোধন হয় ৩১শে জানুয়ারি ৷ উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক সহ ফুটবল তারকারা ৷ খেলার দ্বিতীয় দিনে হরিনাভী মাঠে আসেন ব্রাজিলীয় তারকা ব্যারেটো ৷ উদ্ধোধনের দিনেই লীগ পর্যায়ের প্রথম খেলা সোনারপুর ২ অঞ্চল ও কালিকাপুর ১ নম্বর অঞ্চলের মধ্যে হয় ৷ এই খেলায় জয়লাভ করে কালিকাপুর ১ অঞ্চল ৷ দ্বিতীয় খেলা লাঙলবেড়িয়া ও কালিকাপুর ২ নম্বর অঞ্চলের মধ্যে হয় ৷ এই খেলায় জয়লাভ করে লাঙলবেড়িয়া অঞ্চল ৷ ১লা ফেব্রুয়ারি দুপুরে লীগ পর্যায়ের প্রথম খেলা অনুষ্ঠিত হয় পোলঘাট অঞ্চল ও রাজপুর টাউনের মধ্যে ৷ এই খেলায় পোলঘাটকে ৬-০ ব্যবধানে হারায় রাজপুর টাউন ৷ পরবর্তী খেলায় প্রতাপনগর অঞ্চলকে ৪ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় সোনারপুর টাউন ৷
শনিবার নৈশালোকে অনুষ্ঠিত হয় দুটি সেমিফাইনাল ৷ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় কালিকাপুর ১ ও লাঙলবেড়িয়া অঞ্চল ৷ কালিকাপুরকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে যায় লাঙলবেড়িয়া অঞ্চল অন্যদিকে পরের সেমিফাইনালে মুখোমুখি হয় রাজপুর টাউন ও সোনারপুর টাউন ৷ রাজপুরকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় সোনারপুর টাউন ৷ আজ দুপুরে লাঙলবেড়িয়া অঞ্চলের মুখোমুখি হবে সোনারপুর টাউন ৷ কে জয়লাভ করে সেদিকেই তাকিয়ে ফুটবল প্রেমিরা ৷