ক্যানিং – ক্যানিং থানার রাজাপুর এলাকায় পারিবারিক বিবাদ চরমে উঠে রক্তক্ষয়ী ঘটনায়। শ্বশুর স্বপন সর্দার (৫৫)-এর বুকে কাঁচির ঘা, অভিযুক্ত পুত্রবধূ মৌসুমি সরদার। শুনিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুনঃ নামখানার কাছে মুড়িগঙ্গা নদীতে ধীরে ধীরে ডুবছে পণ্যবাহী জাহাজ ‘এমভি সোহান মালতি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত স্বপন সর্দারের ছেলে প্রদীপ ও পুত্রবধূ মৌসুমির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। সেই রাতেও তাদের মধ্যে বচসা বাঁধে। ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আচমকাই মৌসুমি হাতের কাছে থাকা কাঁচি তুলে স্বামীর দিকে ধেয়ে যান। স্বামীকে রক্ষা করতে ছুটে আসেন স্বপনবাবু। ছেলে প্রদীপকে একপাশে সরিয়ে নিতে গিয়েই কাঁচির ফলা বুকে বিদ্ধ হয় তাঁর। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের অন্যান্য সদস্যরা এবং প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর মৌসুমিকে আটক করেছে পুলিশ। তবে তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, ঘটনাটি সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত দুর্ঘটনা, না কি পূর্ব পরিকল্পিত।
ঘটনাকে ঘিরে রাজাপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবেশীদের একাংশের দাবি, পারিবারিক অশান্তি এতটাই বেড়ে গিয়েছিল যে, বড় কোনও অঘটন যে কোনও সময় ঘটতে পারত। পুলিশের পক্ষ থেকে মৌসুমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিপোর্ট আসার পরেই খুনের মোটিভ ও ঘটনার প্রকৃত রূপ পরিষ্কার হবে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকেরা।
