জয়নগরঃ দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ বারাসাত মহাশ্মশানে পৌর ও নগরোন্নয়ন দপ্তরের আর্থিক অনুকূলে একটি বৈদ্যুতিক চুল্লি নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হল। প্রায় ২ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পৌর ও নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকরা।
আরও পড়ুনঃ গাছে ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্যমৃত্যুতে শোকের ছায়া কুলতলিতে
বিধায়ক জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে বৈদ্যুতিক চুল্লির কাজ সম্পূর্ণ হবে। দীর্ঘদিন ধরে দক্ষিণ বারাসাত মহাশ্মশানটি জয়নগর, কুলতলি, বাসন্তী বিধানসভা ও এক পৌরসভার মানুষের শেষকৃত্য সম্পন্ন করার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই এলাকায় জনবসতি বাড়ার ফলে পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে কাঠে দাহ কার্যের পরিবর্তে পরিবেশবান্ধব এই বৈদ্যুতিক চুল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি দরিদ্র মানুষদের জন্যও এটি হবে স্বস্তির বিষয়। কাঠে দাহের জন্য যেখানে ৩ থেকে সাড়ে ৩ মন কাঠ লাগে, যার খরচ প্রায় ১৫০০ থেকে ১৬০০ টাকা, সেখানে বৈদ্যুতিক চুল্লি অনেকটাই সাশ্রয়ী এবং সহজলভ্য হবে।
এছাড়া আগে ইলেকট্রিক দাহ করতে হলে বারুইপুরের কীর্তনখোলা কিংবা মথুরাপুর যেতে হত, যা সময় ও খরচসাপেক্ষ। এখন সেই সমস্যা অনেকটাই কাটবে। বিধায়ক বলেন, “এই প্রকল্প চালু হলে শুধু অর্থ সাশ্রয় নয়, পরিবেশরক্ষার দিক থেকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।” স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগে খুশি। তাঁদের আশা, এই চুল্লি চালু হলে শেষকৃত্যের কাজ আরও সম্মানজনক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
