বারুইপুরঃ বারুইপুরের ইন্দ্রপালা এলাকায় অমানবিকতার চিত্র সামনে এল। বৃদ্ধা মাকে নৃশংসভাবে মারধর করে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গুণধর ছেলে স্বপন দে ও তার স্ত্রীর বিরুদ্ধে। আক্রান্ত বৃদ্ধার নাম বিমলা দে। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুনঃ কুলতলিতে রাতভোর তাস খেলা নিয়ে প্রতিবাদ, ধারালো অস্ত্রের কোপে গৃহবধূ গুরুতর জখম, অভিযুক্ত গ্রেফতার
বৃদ্ধা বিমলা দে জানিয়েছেন, বহুদিন ধরেই বড় ছেলে স্বপন দে এবং পুত্রবধূ তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে আসছিলেন। এমনকি তাঁকে খাওয়ারও সঠিক ব্যবস্থা দেওয়া হত না বলে দাবি করেছেন তিনি। উল্টে নানা সময় অপমান, হেনস্থা ও মারধরের শিকার হতে হয়েছে তাঁকে। বিষয়টি আগেও একাধিকবার প্রকাশ্যে আসে। প্রতিবেশীদের উপস্থিতিতে পাড়ায় সালিশি সভাও বসেছিল। কিন্তু কোনোভাবেই ছেলের অত্যাচার থেকে মুক্তি মেলেনি তাঁর। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার পরিস্থিতি চরমে পৌঁছায়। সামান্য বিষয়কে কেন্দ্র করে ছেলে ও বৌমা মিলে বৃদ্ধাকে বেধড়ক মারধর করেন। অভিযোগ, ছেলে স্বপন দে ঘুষি মেরে বৃদ্ধার মুখ ফাটিয়ে দেয়। চিৎকার শুনে ছোট ছেলে মাকে বাঁচাতে ছুটে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অবশেষে অসহ্য পরিস্থিতি থেকে মুক্তি পেতে মঙ্গলবার বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধা বিমলা দে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছেলের হাতে মায়ের এমন অমানবিক নিগ্রহ লজ্জাজনক। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
