
সোনারপুরঃ বাবা ও মাকে মারধোর করার অভিযোগ ছোট ছেলেব বিরুদ্ধে ৷ অত্যাচারের জেরে মঙ্গলবার রাত থেকে বাড়ি ছাড়া দম্পতি ৷ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এর আগেও মারধর করা হয় বলে অভিযোগ ৷ একাধিকবার বিষয়টি থানাতেও জানানো হয়েছে বলে পরিবার সুত্রে জানা গিয়েছে ৷
আরও পড়ুনঃ টেলিফিল্ম তৈরির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার যুবক
সোনারপুর থানা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভানু নস্কর (৮৭) ৷ তার স্ত্রী কনক নস্কর (৭৯) ৷ বুড়ি বটতলা এলাকায় তারা নিজের বাড়িতেই থাকেন ৷ পেশায় ব্যবসায়ী ছিলেন ভানু নস্কর ৷ তার একটি দোকানও ছিল ৷ কিন্তু বয়সের ভারে তিনি আর এখন ব্যবসা করতে পারেন না ৷ তার ছয় মেয়ে ও তিন ছেলে ৷ বর্তমানে পাঁচ মেয়ে জীবিত আছে ৷ তারা সকলেই বিবাহিত ৷ তিন ছেলেই বিবাহিত ৷ তবে বড় ও মেজ ছেলে তারা পরিবার নিয়ে অন্যত্র থাকে ৷ ছোট ছেলে সন্তু নস্করের বিরুদ্ধে তাদের কে মারধোর করার অভিযোগ ৷ সন্তু নস্কর পেশায় মাছ ব্যবসায়ী ৷ এর আগেও তার বিরুদ্ধে সোনারপুর থানায় একাধিকবার অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ গিয়ে বিষয়টি মিটিয়েও দেয় ৷
আক্রান্ত দম্পতির অভিযোগ ফের তাদের মারধর করা হয় মঙ্গলবার রাতে ৷ শুধু তাই নয়, তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ এরফলে আতঙ্কে রয়েছেন তারা ৷ ঘটনায় ছেলের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা ৷