
নরেন্দ্রপুর : ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক বৃদ্ধার দেহ। নাম কবিতা দাস (৬৪) ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার সোনারগাঁও এলাকায়। মেয়ে শম্পা দাসের সাথে থাকত সে। ছেলে অন্যত্র থাকে। মায়ের মৃত্যুর ঘটনায় বোনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভাই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
স্বামী শিশির দাসের মৃত্যুর পর মেয়ের সাথেই থাকতেন কবিতা দেবী। ছেলে বিশ্বজিৎ দাস মহেশতলা এলাকায় তার পরিবার নিয়ে থাকতেন। পারিবারিক অশান্তির কারণে ২০২১ সাল থেকে মা ও বোনের সাথে তার কোন সম্পর্ক ছিল না। বোন সম্পা দাস ঝামেলা করে তাকে বাড়িতে ঢুকতে দেয়নি বলেও তার অভিযোগ। বিশ্বজিৎ বাবু জানান তার মায়ের মৃত্যুর খবর তিনি এক প্রতিবেশীর কাছ থেকে পেয়েছিলেন। ঘটনার খবর পেয়ে রাতেই তিনি নরেন্দ্রপুর থানায় আসেন। অন্যদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং দেহ উদ্ধার করে। সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দেহ আজ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার ছেলের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তে রিপোর্ট এলে তবেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।