
ডায়মন্ডহারবার: কুয়াশার কারণে বৃহস্পতিবার সকালে কমে গিয়েছিল দৃশ্যমানতা। এই কারণে বিপত্তি ঘটল হুগলি নদীতে। সকালে ডায়মন্ডহারবার জেটিঘাট থেকে একটি লঞ্চ ছেড়ে কুড়াহাটির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে দৃশ্যমানতা কমে যাওয়ায় লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত নদীর চড়ে গিয়ে আটকে যায় লঞ্চটি। লঞ্চে মহিলা, শিশু ও পুরুষ মিলিয়ে শতাধিক যাত্রী ছিলেন। তারা সকলেই আটকে পড়েন। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়।
আরও পড়ুন : সোনারপুরের রিধিকার জীবন বাঁচাতে প্রয়োজন ১৬ কোটি, সাহায্যের আবেদন পরিবারের
খবর পেয়ে দমকল, সিভিল ডিফেন্স ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের সাহায্যে উদ্ধার করা হয় আটকে পড়া যাত্রীদের। বেশ খানিকটা অংশ কাদা পেরিয়ে তাদের রাস্তায় আসতে হয়। যাত্রীদের মধ্যে একজন অসুস্থও ছিলেন। সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রশাসন সুত্রে জানা গিয়েছে।