
বারুইপুরঃ বিজেপি করায় দেওয়া হচ্ছে না পানীয় জলের লাইন ৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা খোদ বিধানসভা অধ্যক্ষের কেন্দ্রে ৷ অভিযোগ বারুইপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ ৷ তাদের বক্তব্য পরিবার বিজেপি করায় তাদের পানীয় জলের লাইন দেওয়া হচ্ছে না ৷ আশেপাশের বাড়িতে পানীয় জলের লাইন দেওয়া হলেও তারা জলের লাইন পাচ্ছেন না বলে অভিযোগ ৷ শুধু পানীয় জল নয়, লক্ষীর ভাণ্ডার সহ নানান সরকারি সুবিধাও পাচ্ছেন না তারা ৷ বিষয়টি অসত্য কথা বলে পরিষ্কার জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ৷ তার পাল্টা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে ৷
আরও পড়ুনঃ ত্রিপলঘেরা ঘরে বসবাস করেও জনসেবায় গিয়াসুদ্দিন
বেছে বেছে এলাকার বেশ কয়েকটি বাড়িতে জলের কানেকশান না দেওয়ার অভিযোগ ৷ বিজেপি করাতেই জল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ বারুইপুর পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে এই ঘটনা ঘটছে ৷ পৌরসভার এই দ্বিচারিতার অভিযোগে সবাইকে নিয়ে আন্দোলনে নামার হুমকি বিজেপির পক্ষ থেকে ৷ প্রতিবাদে পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে বলে জানান বিজেপি বারুইপুর পশ্চিম ২ নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি স্বরুপ দত্ত ৷ বিজেপি নেতা গৌতম চক্রবর্তী জানান প্রধানমন্ত্রীর জল প্রকল্প অথচ জল দেওয়া হচ্ছে না বিজেপি কর্মী সমর্থকদের ৷ বিষয়টি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে ৷ শুধু বিজেপি নয়, বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের বাড়িতেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ ৷ এই ব্যাপারে বামনেতা সুজন চক্রবর্তী জানান বিষয়টি দুর্ভাগ্যজনক ৷
বিষয়টি সামনে আসতেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে জানা গিয়েছে ৷ একাধিক বাড়ি বাদ গেলেও সেখানেও পানীয় জলের লাইন দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ এমনটাই জানিয়েছেন পাইপ লাইনের কাজে কর্মরত এক কর্মী ৷ যদিও তাদেরকেই বারবার বলা সত্বেও তারাই একাধিক বাড়িতে পানীয় জলের সংযোগ দেন নি ৷