
নিজস্ব প্রতিবেদনঃ তিন রাত চার দিনের ছুটি? তাহলে আর দেরি কেন! ব্যস্ত জীবন থেকে খানিকটা সময় বের করে ঘুরে আসুন অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইস্ট সিকিম। আপনাকে এই যাত্রাপথে পরিপূর্ণ আরাম ও নির্ভরতায় ভরিয়ে তুলতে পাশে থাকছে ম্যাড অ্যাবাউট ট্রাভেলস। সঠিক দামে, মানসম্মত পরিষেবা, আর চমৎকার পরিকল্পনায় আপনার ভ্রমণ হয়ে উঠবে স্মরণীয় ও রোমাঞ্চকর। আপনার যাত্রা শুরু হবে নিউ জলপাইগুড়ি (NJP) ষ্টেশন থেকে। এখান থেকেই আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করবে এবং গাড়ি আপনাকে নিয়ে চলবে গ্যাংটকের দিকে। পথের সঙ্গী হবে পাহাড়ি নদী তিস্তা – তার মনমাতানো রূপ আপনাকে মুহূর্তে এনে দেবে এক শান্তির অনুভূতি। রাস্তাতেই সকালের টিফিন সেরে ফেলুন, এরপর গ্যাংটকে পৌঁছে ম্যাড অ্যাবাউট ট্রাভেলস-এর নির্দিষ্ট সুপার ডিলাক্স হোটেলে বিশ্রাম নিন ও লাঞ্চ সারুন।
ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করুনঃ https://www.youtube.com/watch?v=PZF3ajVa5kw
বিকেলটা রাখুন গ্যাংটক শহর ঘোরা ও রোমাঞ্চে ভরা রোপওয়ে রাইডের জন্য। শহরকে পাখির চোখে দেখে তারপর পায়ে হেঁটে চলে আসুন এমজি মার্গে – শহরের প্রাণকেন্দ্র। চাইলে ঘোরাঘুরির ফাঁকে কিছু কেনাকাটাও সেরে নিতে পারেন। সন্ধ্যার হালকা ঠাণ্ডায় মাল রোডের চেয়ারে বসে সময় কাটিয়ে হোটেলে ফিরে ডিনার সেরে বিশ্রাম নিন। পরের দিন ভোরে হোটেল থেকে সুর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখে, প্রাতরাশ সেরে গাড়িতে উঠে পড়ুন নতুন অ্যাডভেঞ্চারের জন্য। পাহাড়ি রাস্তা বেয়ে পৌঁছে যান ছাঙ্গু লেক – এক神圣 হ্রদ যা বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে খুবই পবিত্র। এরপর দর্শন করবেন ওল্ড ও নিউ বাবা মন্দির, নাথুলা পাস (যদি অনুমতি থাকে), এলিফ্যান্ট লেক ও নাথাং ভ্যালি। বিশ্বের সর্বোচ্চ গলফ কোর্স দেখে ও জিগজ্যাক রোড ধরে আপনি পৌঁছে যাবেন থাম্বি ও লুংথুং ভিউ পয়েন্ট – এখানে দাঁড়িয়ে ছবি তুলতে ভুলবেন না যেন!
দিনের শেষে পৌঁছাবেন জুলুক – পাহাড়ের কোল ঘেঁষে এক নিরিবিলি হোম স্টেতে আপনাকে স্বাগত জানানো হবে গরম গরম খাবার আর এক কাপ চা দিয়ে। হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা হলেও হোম স্টের আরামদায়ক পরিবেশ আপনাকে বাড়ির স্বাদ দেবে। সন্ধ্যাবেলায় পায়ে হেঁটে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। তৃতীয় দিন সকালটা শুরু হবে জুলুক থেকে ঋষিখোলা বা আড়িতার উদ্দেশ্যে যাত্রা করে। পথে দেখতে পাবেন ইকো ন্যাচারাল পার্ক, পদমাচেন, কিউখোলা ফলস, রংলি মার্কেট – একের পর এক প্রকৃতির চমৎকার উপহার। আড়িতার পৌঁছে মনেস্ট্রি, লেক ও আমাদের দৃষ্টিনন্দন হোম স্টেতে বিশ্রাম নিন। বাড়তি আকর্ষণ হিসেবে পেয়ে যাবেন একটি ট্রি হাউস এবং হোম স্টে থেকেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা ও সিল্ক রুটের দুর্লভ ভিউ। চাইলে ঋষিখোলার জলে পা ডুবিয়ে কাটাতে পারেন নিরিবিলি কিছু সময়।
আরও একদিন হাতে থাকলে আমাদের পরামর্শ থাকবে – লিংথামে একটি অতিরিক্ত রাত কাটিয়ে যান, এখানে প্রকৃতির টান আরও গভীরভাবে অনুভব করবেন।আপনার ট্যুর হোক নিখুঁত – প্ল্যানিং থেকে এক্সিকিউশন সবটাই আমাদের দায়িত্ব। যেকোনো সময় যোগাযোগ করুন 8509870920 অথবা 8240157592 এই নম্বর দুটিতে।
ম্যাড অ্যাবাউট ট্রাভেলস – আপনার ভ্রমণের সেরা সঙ্গী, পাহাড় ডাকে… আপনি শুধু সাড়া দিন।