
সোনারপুর – দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে ১৫৪০টি দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে বলে জানালেন জেলাশাসক সুমিত গুপ্তা ৷ জেলার ২৯টি ব্লক ও ৭টি পৌরসভা এলাকায় এই ক্যাম্পগুলি চলছে বলে জানান তিনি ৷ স্থায়ী ক্যাম্পের পাশাপাশি ভ্রাম্যমান ক্যাম্পও রয়েছে ৷ এরফলে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ এলাকার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা এই পরিষেবা থেকে উপকৄত হবেন ৷ সরকারের ১৮টি দপ্তর এই ক্যাম্পে অংশগ্রহণ করছেন ৷ মোট ৩৮টি পরিষেবা পাওয়া যাবে ৷ এছাড়া ক্যাম্পে এসে যদি কেউ কোনও সরকারি পরিষেবার দাবি জানাও তাও গ্রহণ করা হবে ৷
সোনারপুর ব্লকের বনহুগলী ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কবি নজরুল বিদ্যালয়ের মাঠে দুয়ারে সরকারের শিবিরের আয়োজন করা হয়েছে ৷ এই শিবির পরিদর্শন করেন জেলাশাসক সুমিত গুপ্তা ৷ উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, অতিরিক্ত জেলাশাসক ভাষ্কর পাল, বারুইপুরের মহকুমাশাসক চিত্রদীপ সেন, সোনারপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেখ মুস্তাক ও প্রধান রুপালী নস্কর সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা ৷ পরিষেবা নিতে বহু মানুষ এই ক্যাম্পে এসেছেন ৷ তাদের সাথে কথা বলেন জেলাশাসক ৷ বেশকিছু উপভোক্তার হাতে তিনি সার্টিফিকেটও তুলে দেন ৷
দুয়ারে সরকারের ক্যাম্প ২৪শে জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১লা ফেব্রুয়ারী পর্যন্ত চলবে ৷ নানান জায়গায় স্থায়ী ক্যাম্পের পাশাপাশি ভ্রাম্যমান ক্যাম্পও থাকছে বলে জেলা প্রশাসন সুত্রে জানানো হয়েছে ৷