
নরেন্দ্রপুরঃ দর্শকদের সাথে খাদানের সাফল্য ভাগ করে নিলেন দেব ৷ শনিবার দুপুরে তিনি আসেন নরেন্দ্রপুরের একটি শপিং মলে ৷ সেখানে খাদানের শো শেষে দর্শকদের সাথে কেক কাটলেন, অটোগ্রাফ দিলেন, অনুরাগীদের কাছ থেকে ফুলও নিলেন তিনি ৷ দেবের আগমনকে কেন্দ্র করে উন্মাদনা ছিল চোখে পড়ার মত ৷ কোনও অপ্রীতিকর ঘটনা যাতে কোথাও না ঘটে তারজন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷
আরও পড়ুনঃ প্রিয়াঙ্কার উদ্যোগে সোনারপুরে অত্যাধুনিক বৃদ্ধাবাস
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেন জানান ৫১দিন ধরে সিনেমা হলে খাদান চলছে ৷ যেখানে একসপ্তাহের বেশী বাংলা সিনেমা চলে না ৷ অনেকগুলো সিনেমা হলেই সিঙ্গেল স্ক্রিনে খাদান ভালো চলেছে ৷ এরফলে ভালো কাজের দায়িত্ব আরও বেড়ে গেল ৷ মানুষ এই সিনেমা উপভোগ করছে, দেখতে আসছে ৷ খাদান প্রমাণ করল বিগ বাজেটর ছবি হলেও টাকা উঠে আসা সম্ভব ৷ দর্শকদের ভালোবাসাই তার কাছে সব ৷ খাদানের পাশাপাশি শুধু তোমারই জন্য সিনেমার জন্যও কেক কাটেন তিনি ৷ দক্ষিণের ছবি ও হিন্দি ছবির মধ্যে বাংলা ছবি জায়গা ধরে রাখতে পেরেছে এটা একটা বিরাট ব্যাপার বলেও জানান দেব ৷
কথা বলতে গিয়ে তার আগামী ছবি রঘুডাকাত নিয়েও কথা বলেন তিনি ৷ খাদানের পর এই সিনেমা আমাদের সবার কাছেই একটা চাপ বলে জানান তিনি ৷ টলিউডে সমস্যা মিটে যাওয়ায় খুশি দেব ৷ তিনি বলেন ছোট একটা ইন্ডাস্ট্রি কোনও বিবাদ না থাকায় ভালো ৷