সোনারপুর: সোনারপুরে শুল্ক দপ্তরের অফিসার প্রদীপ কুমারকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। সম্প্রতি তাঁর ওপর হামলার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হলেও, এবার উলটপালটা পরিস্থিতি। অটোচালকের পক্ষ থেকে অভিযোগ উঠেছে— ওই অফিসারই তাঁর মাকে শ্লীলতাহানি করেছেন। এই অভিযোগের ভিত্তিতে প্রদীপ কুমারের বিরুদ্ধেও মামলা রুজু করেছে পুলিশ। এখন পর্যন্ত ঘটনায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে— একটিতে অভিযুক্ত স্থানীয় অটোচালকরা, অন্যটিতে অভিযোগের মুখে কাস্টমস অফিসার নিজে।
পুলিশ সূত্রে খবর, গত ২৩ তারিখ রাতে সোনারপুর থানায় ফোন আসে রাত সাড়ে এগারোটার কিছু পর। প্রদীপ কুমার প্রদীপ বটতলা এলাকায় বাড়ি ফিরছিলেন, সেই সময় রাস্তা পাশ দেওয়া নিয়ে অটোচালকদের সঙ্গে তাঁর বচসা বাঁধে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ— অভিযোগের ১৫ মিনিটের মধ্যেই। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হলেও পরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করে। কেন তারা জামিন পেল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনে অতিরিক্ত ধারা যোগ করা ও জামিন বাতিলের আবেদন করা হতে পারে। অন্যদিকে, অটোচালকের অভিযোগে প্রদীপ কুমারের বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে। অভিযোগ, ওই অফিসার অটোচালকের মাকে শ্লীলতাহানি করেন। পুলিশের বক্তব্য, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতেই পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। নতুন তথ্য এলে ধারাও পরিবর্তন হতে পারে।
বারুইপুর পুলিশ জেলার আধিকারিক জানিয়েছেন, “সোনারপুরবাসীর নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সবাইকে আশ্বস্ত করছি, আইন অনুযায়ী তদন্ত হবে।”
কাস্টমস অফিসার প্রদীপ কুমারের বিরুদ্ধে যেসমস্ত ধারায় মামলা
126/2,115/2,117/2,74,352,351/2
কাস্টমস অফিসারের অভিযোগের ভিত্তিতে অটোচালকের বিরুদ্ধে যেসব ধারায় রুজু হয়েছে
332,126/2,117/2,324/4,351(2), 3/5
