সোনারপুর: সোনারপুরে শব্দবাজি ফাটানো নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে নৃশংসভাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। অভিযোগ, বাড়ির সামনে ইলেকট্রিক স্কুটির পাশে শব্দবাজি ফাটানোয় আপত্তি জানালে প্রতিবেশীদের সঙ্গে বচসা বাঁধে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদল ব্যক্তি ওই যুবকের উপর চড়াও হয়। স্বামীকে মারতে দেখে স্ত্রী ছুটে এলে তাকেও রাস্তায় ফেলে একাধিক পুরুষ ও কয়েকজন মহিলা মিলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, সেই সময় কয়েকজন পুরুষ তার গোপনাঙ্গে হাত দেয় ও নির্মমভাবে শ্লীলতাহানি করে।
উএছাড়াও হুমকি দেওয়া হয়—পুলিশে অভিযোগ জানালে তাকে ধর্ষণ করা হবে এবং তার স্বামীকে খুন করা হবে। শনিবার সকালে নির্যাতিতা সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পালটা অভিযোগও জমা পড়েছে নির্যাতিতা ও তার স্বামীর বিরুদ্ধে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
