
সোনারপুরঃ সোনারপুর থানার তেমাথার কাছে বাইক দুর্ঘটনায় মৄত্যু হল এক কলেজ ছাত্রের ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিবরাত্রির দিন রাতেরবেলায় ৷ মৄত ছাত্র চম্পাহাটি কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে ৷ আত্মীয়ের বাড়ি থেকে শিবরাত্রির পুজো সেরে বাড়ি ফিরছিল সে ৷ তেমাথা মোড়ের কাছে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার জেরে মৄত্যু হয় তার ৷ বৄহস্পতিবার তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷
আরও পড়ুনঃ কুম্ভমেলায় নিয়ে গিয়ে অব্যবস্থার প্রতিবাদ করায় হামলা
নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের হরপুরের বাসিন্দা সুদীপ্ত মন্ডল (১৮) ৷ সুশীল কর কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে ৷ ভালো ফুটবলার ছিল সুদীপ্ত ৷ বুধবার বিকেলে শিবরাত্রি উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যায় ৷ পুজোর পর গভীর রাতের দিকে বাড়ি ফিরছিল সে ৷ বাইকে করে একাই বাড়ি ফিরছিল বলে জানা গিয়েছে ৷ বাইক অত্যন্ত দ্রুত গতিতে থাকায় তেমাথার কাছে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ৷ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৄত বলে ঘোষনা করে ৷ তার বাড়ির লোককেও খবর দেওয়া হয় ৷ বুধবার তার দেহের ময়নাতদন্ত করা হয় ৷ ভালো ছেলে ও ভালো খেলোয়াড় হিসেবে পরিচিত সুদীপ্ত মন্ডলের অকাল মৄত্যুতে এলাকায় শোকের ছায়া ৷