উস্থিঃ দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত উত্তর কুসুম তালপুকুর এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ চুপিসারে কবর দেওয়ার ঘটনায় সন্দেহ আরও গভীর হয়েছে। সোমবার সকালে কবর খুঁড়ে ওই ছাত্রীর দেহ উত্তোলন করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, নিখোঁজ অবস্থায় তল্লাশি চলছে বকখালিতে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা এলাকারই এক নাবালক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এমনকি একসময় সে বাড়ি ছেড়ে চলে যায় বলেও অভিযোগ। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে এনে বাড়িতে ফেরান। কিন্তু ফেরার কিছুদিনের মধ্যেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। এই ঘটনার পরেই কোনওরকম লিখিত অভিযোগ বা প্রশাসনিক অনুমতি ছাড়াই রাতারাতি গোপনে ছাত্রীর দেহ কবরস্থ করে পরিবার। সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং কবর থেকে দেহ উত্তোলন করে ডায়মন্ড হারবার মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
এলাকার পঞ্চায়েত সদস্য রেজাউল হক গাজি বলেন, “এভাবে গোপনে দেহ কবর দেওয়া অত্যন্ত সন্দেহজনক। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতেই হবে।” পুলিশ ইতিমধ্যেই মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তকারীদের একাংশের মতে, আত্মহত্যার সম্ভাবনা থাকলেও তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশের এক আধিকারিক জানান, “ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।” এই ঘটনায় উত্তর কুসুমে ছড়িয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা চাইছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং প্রকৃত সত্য সামনে আসুক। মৃত্যু আত্মহত্যা, নাকি পরিকল্পিত খুন – এই প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে।
