কুলতলিঃ পুকুর দখল করে মাছ চাষকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রবল উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থানার মাধবপুর এলাকায়। অভিযোগ, স্থানীয় বাসিন্দা রামিশা মোল্লার পুকুর দখল করে তাতে জোর করে মাছ চাষ করছেন প্রতিবেশী রফিকুল মোল্লা। রামিশার অভিযোগ, এই বিষয়ে প্রতিবাদ করলেই চড়াও হচ্ছে রফিকুল ও তার পরিবার।
আরও পড়ুনঃ ভুয়ো পরিচয়ে সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রতারণা, ঢোলাহাট থেকে অভিযুক্ত গ্রেপ্তার বারুইপুর থানার পুলিশের
এই ঘটনার জেরে রবিবার এলাকায় দুই পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয়ে চলে হাতাহাতি, এমনকি লাঠিসোটা নিয়েও সংঘর্ষ শুরু হয়। শাবল দিয়ে মারা হয় বলেও অভিযোগ ৷ ঘটনায় উভয় পক্ষের তিনজন করে মোট ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে কুলতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জমি ও পুকুরের মালিকানা সংক্রান্ত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত।
ঘটনাস্থল দেউলবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাধবপুর এলাকা। পাড়ায় বেশ কিছুদিন ধরেই পুকুর সংক্রান্ত এই বিবাদ চলছিল বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। তবে রবিবার তা চরমে ওঠে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকার শান্তি ফেরাতে নজর রাখছে প্রশাসন। তবু, বারবার পুকুর বা জমি সংক্রান্ত বিরোধ ঘিরে এমন সংঘর্ষ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।
