জয়নগরঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল জয়নগরের তৃণমূল কংগ্রেস। ভোটের ঢাকে কাঠি পড়তেই রাজনৈতিক তৎপরতা বাড়াতে এবার নতুন উদ্যোগ নিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। মঙ্গলবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে একুশে জুলাই উপলক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি ঘোষণা করলেন নতুন কর্মসূচি— “চলো গ্রামে যাই”। এই কর্মসূচির মূল লক্ষ্য, যুব নেতৃত্বকে সঙ্গে নিয়ে ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো।
আরও পড়ুনঃ রথযাত্রাকে কেন্দ্র করে জয়নগর থানার বিশেষ বৈঠক
এর আগে মহিলা কর্মীদের নিয়ে “অঞ্চলে আঁচল” কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছিল। এবার যুব সমাজকে সক্রিয়ভাবে সংগঠনের কাজে যুক্ত করতেই নতুন পরিকল্পনা। বিধায়ক জানান, “২০২৬-এর ভোট খুব বেশি দূরে নয়। আজ থেকেই যদি সংগঠনের ভিত মজবুত না করা যায়, তাহলে আগামী দিনে আমরা পিছিয়ে পড়ব। তাই যুব নেতৃত্বকে নিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছনোর জন্যই এই কর্মসূচি।” মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথিন মন্ডল, জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর, পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, জেলা জয়হিন্দ বাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর, ব্লক সভাপতি তুহিন বিশ্বাস সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন বিধানসভার ১২টি অঞ্চলের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতি সহ দলের শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা।
সভা থেকে কর্মীদের উদ্দেশে বিধায়ক বলেন, “একুশে জুলাই শুধু দিন নয়, এটা যুব সমাজের আবেগ। এই আবেগকে শক্তিতে রূপান্তর করতে হবে। তাই আজ থেকেই প্রস্তুতি শুরু করুন, মানুষের পাশে থাকুন, মানুষের কাছে পৌঁছন। তাহলেই আসন্ন নির্বাচনে জয় আমাদের নিশ্চিত।”
