নামখানা: বাংলাদেশে ফেরার পথে মুড়িগঙ্গা নদীতে ধীরে ধীরে ডুবতে শুরু করেছে ছাই বোঝাই একটি পণ্যবাহী জাহাজ। বৃহস্পতিবার বিকেলে নামখানার কাছাকাছি এই ঘটনা ঘটেছে। জাহাজটির নাম এমভি সোহান মালতি। জানা গিয়েছে, তিন দিন আগে কলকাতা বন্দর থেকে ছাই বোঝাই করে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছিল।
বৃহস্পতিবার বিকেল নাগাদ মুড়িগঙ্গা নদীর একেবারে নামখানা সংলগ্ন এলাকায় পৌঁছতেই আচমকা জাহাজটির নিচের অংশে ফুটো হয়ে যায়। সঙ্গে সঙ্গে জাহাজে জল ঢুকতে শুরু করে। নদীর জল ঢুকতেই ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করে জাহাজটি এবং এখন তা ক্রমশ ডুবে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ওই জাহাজে মোট আটজন নাবিক ছিলেন। এখনও পর্যন্ত তাঁদের সবাই নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। স্থানীয় প্রশাসন ও উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে উদ্ধার ও রক্ষানাবেক্ষণের চেষ্টা চালানো হচ্ছে। জানা গিয়েছে, পণ্যবাহী জাহাজটিতে যে ছাই বোঝাই ছিল তা মূলত বাংলাদেশে নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহৃত হতো। জাহাজটি পুরোটাই ডুবে গেলে পরিবেশ ও নৌ-চলাচল ব্যবস্থার উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এমভি সোহান মালতির ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৎপর করা হবে।
