ক্যানিং – শিক্ষাক্ষেত্রে একের পর এক দুর্নীতিমূলক ও অশালীন ঘটনার মাঝেই নতুন করে চাঞ্চল্য ছড়াল ক্যানিংয়ে। এক বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে উঠল নাবালিকা ছাত্রীকে দিনের পর দিন অশ্লীল মেসেজ পাঠানোর গুরুতর অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়বাঘিনী ডি পল হাইস্কুলে।
আরও পড়ুনঃ ক্যানিংয়ে নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ, আটক স্কুল প্রিন্সিপাল
অভিযোগ, স্কুলেরই এক ছাত্রীকে বারবার আপত্তিকর ও অশ্লীল বার্তা পাঠাতেন প্রধান শিক্ষক লক্ষণ লামা। বিষয়টি প্রথমে গোপন থাকলেও, পরে ছাত্রীটি পরিবারের কাছে পুরো ঘটনা জানায়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে পরিবার। তাঁরা লিখিত অভিযোগ দাখিল করেন ক্যানিং থানায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রিন্সিপালকে আটক করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের অন্যান্য অভিভাবকদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা জানাচ্ছেন, যিনি শিক্ষা দেওয়ার দায়িত্বে, তিনিই যদি এমন নোংরামো করেন, তবে শিশুদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? ঘটনার গুরুত্ব বুঝে কড়া বার্তা দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসও। তিনি বলেন, “এই ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হোক।”
বর্তমানে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মোবাইল ফোন সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাঙ্গনে এমন ঘটনায় গোটা রাজ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিভাবক ও সাধারণ মানুষের প্রশ্ন, স্কুলের নিরাপত্তা কি আদৌ সুনিশ্চিত?
