
সোনারপুরঃ স্কুল ছাত্র বা অল্প বয়সীদের তামাকজাত বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হল সোনারপুরে ৷ ৮জনের একটি প্রতিনিধি দল কালিকাপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় ৷ অভিযান চালিয়ে ৫ জন ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন তারা ৷ বেআইনীভাবে তামাকজাত দ্রব্য বিক্রির বিরুদ্ধে তাদের এই অভিযান নিয়মিত চলবে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুনঃ সোনারপুরেই স্বজনহারাদের ঠাঁই আপনঘরে
দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দপ্তর, সোনারপুর ব্লক স্বাস্থ্য দপ্তর ও সোনারপুর থানার যৌথ টিমের পক্ষ থেকে স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ দেওয়া হয় সোনারপুরের একাধিক এলাকায় ৷ তামাকজাত বিরোধী আইন ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই কালিকাপুর এলাকায় অভিযান চালানো হয় ৷ সরকারি নিয়ম অনুযায়ী স্কুলের ২০০ মিটারের মধ্যে কোনো তামাকজাত দ্রব্য বিক্রি করা যায় না ৷ কিন্তু এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তামাকজাত দ্রব্য বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ৷ হাতেনাতে এই ঘটনায় ৫জন ব্যবসায়ীকে ধরা হয় ৷ নিয়ম না মানায় এই ৫জন দোকানদারের বিরুদ্ধে ফাইন করা হয়েছে ৷
অভিযান চালানোর পাশাপাশি প্রতিনিধি দলের সদস্যরা কালিকাপুর পঞ্চায়েত অফিসে পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন ৷ এই বৈঠকে জনপ্রতিনিধিদের এই বিষয়ে সচেতন করা হয় ৷ আগামীদিনে যাতে এই আইন কঠোরভাবে কার্যকরী করা যায় তারজন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা ৷