বারুইপুরঃ বারুইপুরের মল্লিকপুরের সুলতানপুরে রবিবার রাতে আচমকা বোমা মারার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। টাওয়ার গলিতে বিকট শব্দে পরপর কয়েকটি বোমা বিস্ফোরণের ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃএক টাকার পাঠশালা: সুন্দরবনের অন্ধকারে শিক্ষার আলো
পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম সুরোজ মোল্লা ওরফে বেবি এবং ইরশাদ খান। দু’জনেই বেনিয়াডাঙ্গার বাসিন্দা বলে জানা গিয়েছে।অভিযোগ, এলাকায় ভয় ও অশান্তির পরিবেশ তৈরি করতেই পরিকল্পিতভাবে এই বোমাবাজির ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয়দের মতে, সুরোজ ও তার দলবল দীর্ঘদিন ধরেই বিভিন্ন বেআইনি কার্যকলাপে যুক্ত। তবে এই বোমা হামলার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা বিভাগও।
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিশেষ করে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের দাবি, এলাকায় টহল বাড়ানো হোক এবং দোষীদের দ্রুত শাস্তি দেওয়া হোক।
