নরেন্দ্রপুর: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বাসিন্দা এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নরেন্দ্রপুর থানা এলাকায়। শনিবার সকালে বনহুগলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ওএনজিসি মোড় সংলগ্ন একটি ফিল্ম স্টুডিওর সামনে থেকে ওই দেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুনঃ বারুইপুর উকিলপাড়ার ভাই ভাই সংঘে ফের চুরি, ভাঙল তালা, উধাও ক্লাব ও অঙ্গনওয়াড়ির জিনিসপত্র
মৃত যুবকের নাম সুদীপ নাড়ু। তিনি বিষ্ণুপুর থানার পানাকুয়া অঞ্চলের বাকেশ্বর ষষ্ঠীতলা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদীপ ছিলেন তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মী। তাঁর দেহ যেভাবে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেছে, তাতে স্থানীয়দের সন্দেহ, অন্য কোথাও খুন করে এখানে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা দ্রুত খবর দেন নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সুদীপবাবুর মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। স্ত্রী অঞ্জলী দেওয়ান এবং মা নীলিমা নাড়ু বারবার দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত খুন এবং এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রও থাকতে পারে। যদিও পুলিশ সূত্রে এখনো পর্যন্ত খুনের কারণ বা কারা এর সঙ্গে জড়িত, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। রাজনৈতিক যোগ, পারিবারিক শত্রুতা নাকি অন্য কোনও কারণ—সব দিক থেকেই তদন্ত চালাচ্ছে পুলিশ।
