
সোনারপুরঃ রাজপুর সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকায় পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিবাদের জেরে এক ব্যক্তি তার প্রতিবেশীর মাথায় কদাল দিয়ে আঘাত করে, যার ফলে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম জয়ন্ত দেবনাথ। দীর্ঘদিন ধরেই তার সঙ্গে অভিযুক্ত রূপক ঘোষ প্যাটেলের মনোমালিন্য চলছিল। রাস্তার পাশের একটি কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করেই তাদের মধ্যে ফের বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে বচসা চরমে পৌঁছায় এবং রূপক ঘোষ প্যাটেল রাগের বশে একটি ধারালো কদাল দিয়ে জয়ন্ত দেবনাথের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে পড়ে যান জয়ন্ত।
আরও পড়ুনঃ মদ্যপানের জেরে অশান্তি, স্ত্রীর সাথে ঝগড়ার পর আত্মঘাতী স্বামী
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত জয়ন্তকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিত্তরঞ্জন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনার মূল অভিযুক্ত রূপক ঘোষ প্যাটেলকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে নানা বিষয় নিয়ে বিবাদ চলছিল, যা অবশেষে এদিন ভয়াবহ রূপ নেয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় টহলদারি চালাচ্ছে।
এদিকে, আহত জয়ন্ত দেবনাথের পরিবারের সদস্যরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। তবে পানীয় জল নিয়ে এমন সংঘর্ষের ঘটনায় এলাকাবাসী রীতিমতো আতঙ্কিত।