সোনারপুরঃ সমাজসেবার নিদর্শন হিসেবে আবারও এক মানবিক উদ্যোগ নিতে চলেছে এস ডি পার্ক উন্নয়ন সমিতি। আগামী ৬ই জুলাই, রবিবার আয়োজিত হতে চলেছে এক রক্তদান শিবির, যা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হবে এসএসকেএম হাসপাতালের সহযোগিতায়।
আরও পড়ুনঃ পানীয় জলের সংকটে হাঁসফাঁস বারুইপুরের নোড় ও বলবলিয়া, পড়ে নষ্ট হচ্ছে জল সরবরাহের ট্যাংক ও ট্রাক্টর
সমিতির সদস্যরা জানিয়েছেন, এই রক্তদান শিবির শুধু একটি দিনের অনুষ্ঠান নয়, বরং এর মাধ্যমে তাঁরা সমাজের প্রতি দায়িত্ব পালনের এক দৃষ্টান্ত স্থাপন করতে চান। এই উদ্যোগের লক্ষ্য, জরুরি প্রয়োজনে রক্তের অভাবে কোনও প্রাণ যাতে হারাতে না হয়, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে জনসচেতনতা গড়ে তোলা। তবে এই একটি রক্তদান শিবিরেই থেমে নেই এস ডি পার্ক উন্নয়ন সমিতির সমাজসেবার পরিধি। বরং সারাবছর ধরে তাঁরা নানা সামাজিক কাজে যুক্ত থাকেন। সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর শীতকালে গরিব ও দুস্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বিলির ক্ষেত্রেও তাঁরা সামনের সারিতে থাকেন। এছাড়াও পথসুরক্ষা, স্বাস্থ্যবিধি, নারী ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় নিয়মিত। এলাকার মানুষদের সক্রিয় অংশগ্রহণ এবং উৎসাহও এই সংগঠনকে আরও বড় পরিসরে কাজ করতে অনুপ্রাণিত করছে।
সমিতির এক সদস্য বলেন, “আমরা বিশ্বাস করি, একেকটি ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথে নিয়ে যেতে পারে। আমরা কেবল রক্তই দিচ্ছি না, ভালোবাসা ও মানবিকতার বার্তাও ছড়িয়ে দিচ্ছি।” এই রক্তদান শিবির সফল করতে সমিতির তরফে সকলকে রক্তদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রক্তদানই মহাদান—এই বার্তাই যেন পৌঁছে যায় সর্বত্র, এটাই তাঁদের কাম্য।
