
সোনারপুরঃ ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর লাগাতার নিপীড়নের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যখন কলকাতার রাজপথে, ঠিক তখনই সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে রাজ্যের নানা প্রান্তে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল এক বিশাল প্রতিবাদ মিছিল।
আরও পড়ুনঃ রাজ্জাক খুনে আরও এক কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার, মোফাজ্জেলের ভাড়াটে খুনি জাকির
বিধায়ক ফিরদৌসী বেগমের আহ্বানে গড়িয়া বরদাপ্রসাদ স্কুল থেকে ঢালুয়া একতা ক্লাব মাঠ পর্যন্ত জনতার ঢল নামে রাজপথে। মিছিলে উপস্থিত ছিলেন এলাকার সমস্ত কাউন্সিলার, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা, তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা সহ বহু সাধারণ মানুষ। মিছিলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ফিরদৌসী বেগম বলেন, “বাংলা ভাষাকে অপমান করলে, বাংলার মানুষ চুপ করে থাকবে না। শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে রাজপথেই নামবে বাংলা।” সাংগঠনিক প্রধান নজরুল আলি মন্ডল বলেন, “বাংলার আত্মসম্মান নিয়ে খেলা বরদাস্ত করা হবে না। বাংলার প্রতি অপমানের জবাব এবার বাংলাই দেবে।”
বিক্ষোভে বাংলা ভাষার প্রতি গর্ব, বাঙালি পরিচয়ের উপর আঘাতের বিরুদ্ধে ক্ষোভ, এবং বাংলা ও বাঙালির অধিকারের প্রশ্ন উঠে আসে বারবার। স্লোগান ওঠে— “বাংলা মাথা নত করে না, বাংলা মাথা তুলে দাঁড়ায়।”