
সোনারপুর– বারুইপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে চিত্তে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সোনারপুরের কোদালিয়ায় ৷ ২২ ও ২৩শে জানুয়ারী দুই দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনী চলবে ৷ এই প্রদর্শনীতে মোট ৬০টি ছবি জায়গা পেয়েছে ৷ চিত্র প্রদর্শনী দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই ৷
আরও খবরঃযুবতীর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, জয়নগরে চাঞ্চল্য
সুভাসগ্রামের কোদালিয়ায় নেতাজী কৄষ্টি কেন্দ্রের উদ্যোগে প্রতিবছরই নেতাজী জন্ম জয়ন্তীর আয়োজন করা হয় ৷ এবার তাদের এই কর্মসুচীতে যোগ দিয়েছে বারুইপুর প্রেস ক্লাব ৷ বারুইপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ৷ বুধবার সন্ধেবেলায় এই চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস ৷
এই বিষয়ে বারুইপুর প্রেস ক্লাবের সভাপতি প্রসেনজিত সাহা জানান নেতাজীর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে তারা কোদালিয়ায় এই প্রদর্শনীর আয়োজন করতে পেরে গর্বিত ৷ ২৩শে জানুয়ারী বহু মানুষ এই চিত্র প্রদর্শনী দেখতে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি ৷ চিত্র প্রদর্শনী উপলক্ষে উপস্থিত ছিলেন বারুইপুর প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা ৷