বারুইপুরঃ বারুইপুর পুরসভায় পানীয় জলের সংযোগ নিয়ে বিরোধীদের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ৷ আবেদনের ২৪ ঘন্টার মধ্যেই জলের সংযোগ পাওয়া যাবে বলে দাবি করলেন বারুইপুর পুরসভার উপ পৌর প্রধান গৌতম দাস। তাঁর স্পষ্ট বক্তব্য, সরকারি নিয়ম মেনেই জলের সংযোগ দেওয়া হচ্ছে, আর এ নিয়ে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই পুরসভার। মঙ্গলবার, নিজের চেম্বারে সাংবাদিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি বারুইপুরের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সংযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। তাদের অভিযোগ, তৃণমূল পরিচালিত পুরসভা পক্ষপাতমূলকভাবে নির্দিষ্ট কিছু এলাকায় জল সরবরাহ করছে, অথচ অনেক আবেদনকারীরা দীর্ঘদিন ধরে সংযোগের অপেক্ষায় রয়েছেন। এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে গৌতম দাস বলেন, “যদি কেউ দাবি করেন যে তাঁরা নিয়ম মেনে আবেদন করেছেন অথচ জল পাননি, তাহলে তাঁরা আবেদনপত্রের কপি দেখান। আমি নিজে দাঁড়িয়ে থেকে ২৪ ঘণ্টার মধ্যে সংযোগ দিয়ে দেব।”
আরও পড়ুনঃ বিরোধী দল করায় পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ
পুরসভার এই দাবি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে অবশ্য রাজনৈতিক মহলে বিতর্ক চলছেই। বিরোধী দলগুলোর বক্তব্য, পুরসভার এই অবস্থান বিভ্রান্তিকর। তাঁদের দাবি, বহু বাসিন্দা আবেদন করেও সংযোগ পাননি, অথচ বিশেষ কিছু এলাকায় দ্রুত সংযোগ দেওয়া হয়েছে। গৌতম দাস আরও বলেন, “বারুইপুর পুরসভা কোনও রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করে না। নাগরিকদের স্বার্থই আমাদের প্রধান লক্ষ্য। জল সংযোগের বিষয়ে কোনো পক্ষপাতিত্ব হয়নি এবং ভবিষ্যতেও হবে না।” তিনি জানান, জলের সংযোগ পেতে নির্দিষ্ট ফর্ম পূরণ করে পুরসভায় জমা দিতে হবে। এরপর সংশ্লিষ্ট দফতর যাচাই-বাছাই করে যথাযথ সংযোগ দেবে।
বারুইপুর পুরসভার একাধিক ওয়ার্ডে বিজেপি সিপিএম সহ বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ৷ বিষয়টি সংবাদমাধ্যমের সামনে অভিযোগও করেন তারা ৷ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় এই অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছিলেন ৷ পুরসভার পক্ষ থেকে এদিন এই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয় ৷
