বারুইপুর: ক্যানিং, বাসন্তী, ঘুটিয়ারী শরীফের পর এবার বারুইপুর পুরসভা এলাকা থেকেও ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার বারুইপুর থানার পুলিশ বারুইপুর রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকা থেকে এক সন্দেহভাজন মহিলাকে আটক করে। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
ধৃত মহিলার নাম আন্না খাতুন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি বাংলাদেশের কালীহাটি এলাকায়। সে ভারতে বেআইনিভাবে প্রবেশ করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলা কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। তিনি কীভাবে ভারতে প্রবেশ করলেন এবং কী উদ্দেশ্যে বারুইপুরে এসেছিলেন, তা জানতে তদন্ত শুরু হয়েছে।আপাতত জানা গেছে, তিনি এখানে কোনো কাজের সন্ধানে এসেছিলেন। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, বা এর পেছনে কোনও মানবপাচার চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এর আগেও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী এবং ঘুটিয়ারী শরীফ এলাকায় এমন বেআইনি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ফলে প্রশাসনের চিন্তা আরও বেড়েছে। নিরাপত্তা ব্যবস্থায় কোথাও ফাঁক রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার পেছনে কোনও বড় চক্র জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধৃতকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। তদন্তের পরেই পুরো চিত্র স্পষ্ট হবে।
