বারুইপুর: বাংলাদেশ থেকে বেআইনি পথে ভারতে ঢুকে নাম পরিবর্তন করে বছরের পর বছর বসবাস করছিলেন এক যুবক। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন তিনি। ধৃতের নাম আমির হামজা, যিনি ভারতে এসে নিজের নাম রাখেন সঞ্জয় মন্ডল। সোমবার বারুইপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি সোলগোয়ালিয়া এলাকা থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালে বসিরহাট সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন হামজা। এরপর স্থানীয় এক বাসিন্দা গোষ্ঠ মন্ডলের সহায়তায় জাল নথি তৈরি করে নাম পরিবর্তন করে পান ভোটার কার্ডও। বছরের পর বছর চম্পাহাটিতেই বসবাস করছিলেন তিনি। এলাকায় তিনি পরিচিত ছিলেন একেবারে সাধারণ শ্রমিক হিসেবে। বিভিন্ন বিল্ডার্সের দোকানে কাজ করতেন নিয়মিত।
তদন্তে জানা গেছে, বাংলাদেশে রয়েছেন তাঁর মা, যাঁর কাছে নিয়মিত টাকা পাঠাতেন হামজা ওরফে সঞ্জয়। এই ঘটনায় প্রশাসনের তরফে প্রশ্ন উঠেছে— কীভাবে এত বছর ধরে জাল পরিচয়ে ভারতের মাটিতে নির্বিঘ্নে বসবাস করতে পারলেন তিনি। পুলিশ এখন তাঁর যোগাযোগের পরিধি ও অন্য কোনও বিদেশি যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে।
