
সোনারপুরঃ অঙ্কন প্রতিভা বিকশিত করার জন্য হরিনাভী সরস্বতী পুজা পরিচালন সমিতির পক্ষ থেকে আর্ট মেলার আয়োজন করা হয়েছে ৷ ১৩ থেকে ১৮ বছর বয়সী যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ৷ এবার পঞ্চম বর্ষে পড়ল এই প্রতিযোগিতা ৷ প্রতিবারই শতাধিক প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে ৷ এবারও ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আশাবাদী উদ্যোক্তারা ৷ প্রতিযোগিতায় প্রথম তিনজনকে পুরষ্কৄত করা হয় ৷
আরও পড়ুনঃ ষাটেও ১০ কিলোমিটার দৌড়াচ্ছেন রীনা ভদ্র
প্রতিযোগিতা সম্পর্কে হরিনাভী সরস্বতী পুজা পরিচালন সমিতির সভাপতি তোতন ভট্টাচার্য্য জানান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে ৷ এরজন্য অবশ্যই ফর্ম ফিলাপ করতে হবে ৷ প্রতিযোগীতায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনও প্রবেশ মুল্য নেই বলে জানিয়েছেন উদ্যোক্তারা ৷ ফর্মের জন্য যোগাযোগ করতে হবে 9330786699/8910926852 এই দুটি নাম্বারে ৷ ওয়াটসঅ্যাপ করলেই পাওয়া যাবে ফর্ম ৷ তা ফিলাপ করে ফের ওয়াটসঅ্যাপেই পাঠানো যাবে ৷ তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় ফর্মের প্রতিলিপি সঙ্গে আনতে হবে ৷ এরসাথে বার্থ সার্টিফিকেট অথবা আঁধার কার্ড নিয়ে আসা বাধ্যতামুলক ৷
প্রতিযোগিতা আয়োজিত হবে আগামী ২রা মার্চ রবিবার সকাল আটটায় ক্লাব প্রাঙ্গনে ৷ এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে প্রতিযোগিতা শেষের পরেই ৷ অর্থাৎ কিছুক্ষনের মধ্যেই ফলাফল জানতে পারবেন প্রতিযোগীরা ৷ ছোটদের আঁকায় উৎসাহ দেওয়ার পাশাপাশি অঙ্কনের ক্ষেত্রে কারোর কোনও ভুল থাকলে তা শুধরে দেওয়া হয় ও তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় ৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগিদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি তোতন ভট্টাচার্য্য ৷