পাথরপ্রতিমা: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুরে ফের কুমির আতঙ্ক। কৃষক হরিহর বেরার পুকুরে আবার ধরা পড়ল বিশাল আকারের একটি কুমির। স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও আতঙ্ক।
প্রসঙ্গত, প্রায় এক মাস আগে একই পুকুর থেকেই ধরা পড়েছিল আরেকটি কুমির। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই দৃশ্য দেখে ভীত স্থানীয় বাসিন্দারা। ব্রজবল্লভপুরের জগদ্দল নদীর বাঁধ থেকে সামান্য দূরত্বে অবস্থিত হরিহর বেরার বাড়ি ও পুকুরটি।
সোমবার বিকেলে হরিহরের পরিবারের এক সদস্য পুকুরে পা ধুতে গিয়ে দেখতে পান পুকুরের জলে ভেসে রয়েছে বিশাল একটি কুমির। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাথরপ্রতিমা ফরেস্ট রেঞ্জের কর্মীরা। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যার পর জাল ফেলে কুমিরটিকে ধরতে সফল হন তাঁরা।
ধরা পড়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট বলে জানিয়েছেন বনদপ্তরের কর্মীরা। পরপর একই পুকুরে দুটি কুমির ধরা পড়ায় এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছেন। তাঁদের প্রশ্ন, নদীর ধার থেকে পুকুরে এত সহজে কুমির ঢুকছে কীভাবে?
এই ঘটনার পর থেকেই হরিহর বেরা ও তাঁর পরিবার পুকুরের ধারে যাচ্ছেন না। স্থানীয় বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন। এলাকায় কড়া নজরদারির পাশাপাশি পুকুরগুলিতে কুমির রয়েছে কি না তা খতিয়ে দেখতে শুরু করেছে বনদপ্তর। এলাকার মানুষ এখন একটাই কথা বলছেন— “এই পুকুরে আর স্নান নয়!”
