
কুলতলি – টোটার মধ্যে নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে কুলতলি ব্লকের মৈপিঠ উপকুল থানার ভাষা এলাকায়। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত টোটোচালক। তার নাম আলতাফ শেখ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে অষ্টম শ্রেণীর ছাত্রী ভুবনেশ্বরী থেকে বাড়ি ফিরছিল টোটোয় চেপে। টোটোতে একাই ছিল নাবালিকা। রাস্তায় ফাঁকা পেয়ে তাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় নির্যাতিতা চিৎকার শুরু করে। স্থানীয় বাসিন্দারা নাবালিকার চিৎকার পেয়ে দৌড়ে আসে ও টোটোচালককে ধরে ফেলে। তারপর উত্তেজিত জনতা তাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে মারধর করে। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। অন্যদিকে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। এই ঘটনায় তার পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নির্যাতিতার পরিবার সুত্রে জানা গিয়েছে আত্মীয়ের বাড়ি থেকে সরস্বতী পুজো উপলক্ষ্যে বাড়ি ফিরছিল সে ৷ পরিবারের অন্যান্য লোকেরা সাইকেলে পেছনে আসছিল বলে জানা গিয়েছে ৷ নির্যাতনের হাত খেকে রক্ষা পেতে টোটো থেকে ঝাঁপও মারে নির্যাতিতা বলে জানা গিয়েছে ৷ ধৄতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷