
নরেন্দ্রপুরঃ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কলকাতা পুলিশের প্রাক্তন এএসআই বিরুদ্ধে ৷ ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে ৷
আরও পড়ুনঃ সোনারপুরে প্রেম দিবসেই আত্মঘাতী প্রেমিকা
পুলিশ ও নির্যাতিতার পরিবার সুত্রে জানা গিয়েছে ধৄতের নাম হীরক রায় (৬৯) ৷ অভিযুক্ত কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী ৷ তিনি রিটিয়ার করার সময় এএসআই পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে ৷ নরেন্দ্রপুর থানা এলাকার বোড়ালে তার বাড়ি ৷ তার বাড়িতে জন্মদিনের একটি অনুষ্ঠান ছিল ৷ সেই বাড়িতে এসেছিলেন নির্যাতিতা নাবালিকা ৷ তার মা আসতে না পারায় সে একাই এসেছিল ৷ সেই সুযোগে তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন হীরক রায় ৷ তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷
ধৄতকে গ্রেফতার করে শুক্রবার বারুইপুর আদালতে পেশ করা হয় ৷ ঘটনায় ধৄতের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ এই ঘটনায় ইতিমধ্যে বারুইপুর আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা নাবালিকা ৷