বারুইপুরঃ একশো দিনের কাজ চালু, বকেয়া মজুরি প্রদান, খেতমজুরদের পরিচয়পত্র, সামাজিক সুরক্ষা, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত—এই সমস্ত দাবিকে সামনে রেখে বারুইপুরে বৃহত্তর আন্দোলনে নামল সর্বভারতীয় ক্ষেত মজুরি ইউনিয়ন (AIKMS)। বুধবার বারুইপুর পদ্মপুকুরে সিপিআইএমের পার্টি অফিস থেকে একটি বিশাল মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বারুইপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে জমায়েত হয়।
আরও পড়ুনঃ পথ নিরাপত্তা সপ্তাহে বারুইপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি ও বনায়নের বার্তা
মিছিলে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক খেতমজুর, নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। তাঁদের দাবি, অবিলম্বে বন্ধ হয়ে থাকা একশো দিনের কাজ ফের চালু করতে হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা শ্রমিকদের বকেয়া মজুরি অবিলম্বে মেটাতে হবে। এছাড়া খেতমজুরদের সরকারি স্বীকৃতি দিয়ে সবার হাতে পরিচয়পত্র তুলে দেওয়ারও জোর দাবি জানানো হয়। বয়স্ক খেতমজুরদের জন্য মাসিক পেনশনের ব্যবস্থা করার দাবিও তোলা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, কর ও জব কার্ড থাকা সত্ত্বেও বহু মানুষ কাজ পাচ্ছেন না। এর পাশাপাশি শ্রমিকদের কাজে দৈনিক মজুরি বাড়ানো এবং যথাযথ সময়মতো মজুরি প্রদান নিশ্চিত করার দাবিও ওঠে। গরিব ও বঞ্চিত মানুষের জন্য ঘর ও সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে সরব হন আন্দোলনকারীরা। পঞ্চায়েত ও পৌরসভার দুর্নীতি ও দলবাজি বন্ধের দাবিও ছিল অন্যতম ইস্যু।
মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি জমা দিয়ে আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবিগুলির বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। শান্তিপূর্ণভাবে হলেও দাবি আদায়ে কোনওরকম ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
