সোনারপুরঃ ১৪ বছরের নাবালিকাকে কিডন্যাপ, জোর করে তাকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে গ্রেফতার এক যুবক ৷ তাকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ ৷ ধৄতের নাম উজ্জ্বল মন্ডল ৷ তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷
সোনারপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা নাবালিকার সাথে সোসাল মিডিয়ায় পরিচয় হয় অভিযুক্ত উজ্জ্বল মন্ডলের সাথে ৷ তাকে বিয়ের প্রলোভন দেখায় ও তার সাথে প্রেমের সম্পর্ত তৈরি করে ৷ এরপর নির্যাতিতা নাবালিকা বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবকের সাথে ৷ বাড়িতে কাউকে কিছু না বলেই পালিয়ে যায় সে ৷ তারপর থেকে নাবাবিকাকে মারধোর করা হত বলে অভিযোগ ৷ কোনওরকমে পালিয়ে এসে সে বিষয়টি জানায় তার বাবা ও মায়ের কাছে ৷ পরিবারের পক্ষ থেকে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ ৷
