
নরেন্দ্রপুরঃ নরেন্দ্রপুর থানা এলাকার নাজিরাবাদ থেকে নিখোঁজ এক কিশোর। তার নাম রাজু মন্ডল। বয়স ১৬। নিখোঁজ হওয়ার পর থেকেই গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার। ইতিমধ্যেই এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় মিসিং ডাইরি দায়ের করেছেন রাজুর মা ঝুমা মন্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজু স্থানীয় একটি জল কারখানায় কাজ করত। খুব সাধারণ পরিবার তাদের। মা ঝুমা মন্ডল পেশায় গৃহ পরিচারিকা, অন্যের বাড়িতে রান্নার কাজ করেন। বাবা রবি মন্ডল একটি ছোট হোটেলে কর্মরত। অভাব-অনটনের মধ্যেই একমাত্র ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতেন তারা। সেই সন্তান হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন দুজনেই।
আরও পড়ুনঃ ছেলেকে দেখতে গিয়ে শ্বশুরের লাঠির ঘায়ে আক্রান্ত পিতা, তদন্তে সোনারপুর থানার পুলিশ
রাজুর মা জানিয়েছেন, গত সোমবার বিকেলবেলা রাজু সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে জানায়, “একটু ঘুরে আসছি”। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। চিন্তার বিষয় হলো, বাড়িতে সে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটিও ফেলে রেখে যায়। কোনো বন্ধুবান্ধবের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সূত্র মেলেনি। পরিবারের অভিযোগ, এমন শান্ত, রোজগার করা ছেলেটি হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাবে, তা কোনোভাবেই মানতে পারছেন না তাঁরা। কোনো অজানা বিপদে পড়েছে কি না, সেই আশঙ্কায় দিন গুনছেন তাঁরা। রাজুর বাবা জানান, “ছেলেকে ফিরে পেতে যা করার সব করব। পুলিশ যেন দ্রুত তার খোঁজ পায়, সেটাই চাই।”
নরেন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। রাজুর বন্ধুদের সঙ্গে কথা বলা হচ্ছে, এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দারাও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সকলে একজোট হয়ে রাজুর খোঁজে তৎপর হয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত রাজু মন্ডলের কোনো খোঁজ মেলেনি। রাজুর পরিবার ও প্রতিবেশীরা একটাই আবেদন করেছেন—যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন, যেন দ্রুত পরিবারের সঙ্গে বা থানার সঙ্গে যোগাযোগ করেন। তাদের একটাই আর্তি, “আমাদের ছেলেটাকে সুস্থভাবে ফিরিয়ে দিন।”