
সোনারপুরঃ কেউ স্বজনহারা আবার কেউ পরিবার থেকে বিতাড়িত ৷ তাদের সবাইকে জীবনের মুলস্রোতে ফেরাতে উদ্যোগী হয়েছেন কল্লোল ঘোষ ৷ সম্পুর্ণ বিনা খরচায় তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ অনেকেই আবার নানান জিনিসপত্র বানিয়ে উপার্জনের স্বপ্ন দেখছেন ৷ আর পাঁচজনের মত তারা সকলেই চান জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে ৷
আরও পড়ুনঃ প্রবল তুষারপাতের জেরে অভিযান বাতিল সোনারপুর আরোহীর
সোনারপুরের লাঙলবেড়িয়ার আনন্দঘরে জায়গা পেয়েছেন বহু অবহেলিত শিশু ৷ যাদের অনেকেই মানসিকভাবে ভারসাম্যহীন আবার অনেকেই মারণ রোগ এডসের বাহক ৷ সবমিলিয়ে ১২০ জনেরও বেশী শিশু রয়েছে এখানে ৷ সার্দান বাইপাস ধরে এগিয়ে সোনারপুর ব্লকের লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে আনন্দঘর আপনজন নামে এই হোম ৷ এখানে এইসব শিশুদের থাকার মত পরিবেশ তৈরি করা হয়েছে ৷ যাতে নিজের মত করে থাকতে পারে তারা ৷ তাদের অনেকেই আবার পড়াশুনাও করছে ৷ নিয়মিত স্কুলেও যায় তারা ৷ তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সঠিক রাখতে এই হোমেই তাদের জন্য নাচ, গান, অঙ্কন সহ নানানধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা করা হয়েছে ৷ প্রশিক্ষনের জন্য রয়েছেন বিশেষজ্ঞরাও ৷ অনেকেই আবার প্রশিক্ষন নিয়ে নিজেদের হাতে নানান জিনিস তৈরি করছেন ৷ এখানে এলে এইসব শিশুরা খুঁজে পেয়েছে নতুন জীবন ৷
সংস্থার কর্ণধার কল্লোল ঘোষ জানিয়েছেন উপযুক্ত পরিবেশ তৈরি করেই এদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে ৷ যাতে এরা কোনও সমস্যার মধ্যে না পড়েন তারজন্য সর্বক্ষণ প্রশিক্ষিত কর্মীরাও রয়েছে ৷ রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকও ৷