filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;
সোনারপুরঃ পুলিশ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করল সোনারপুর থানা। থানার উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির, যেখানে উপস্থিত ছিলেন থানার সমস্ত পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার, ট্রাফিক পুলিশ এবং পুলিশের অন্যান্য বিভাগীয় কর্মীরা। এই স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা ছাড়াও পেশার ব্যথা, রক্তচাপ, ডায়াবেটিস (সুগার), মানসিক স্বাস্থ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এক দল বিশেষভাবে এই শিবিরে অংশ নেন এবং প্রতিটি পুলিশ কর্মীর বিস্তারিত স্বাস্থ্যপরীক্ষা করেন।
আরও পড়ুনঃ রাজপুর বৈদ্যুতিক চুল্লি যান্ত্রিক ত্রুটিতে বন্ধ, ৮ মে পর্যন্ত শেষকৃত্য বন্ধ থাকবে
সোনারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিস দাস জানান, “পুলিশ কর্মীরা দিনরাত পরিশ্রম করে সমাজে আইনশৃঙ্খলা বজায় রাখেন। নানা চাপ ও অনিয়মিত রুটিনের কারণে তাঁদের শরীর এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে। তাই তাঁদের সুস্থ রাখা আমাদের কর্তব্য। এই স্বাস্থ্য শিবির সেই ভাবনাকে মাথায় রেখেই আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্যপরীক্ষা শিবির নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে থানার পক্ষ থেকে, যাতে সময়মতো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি চিহ্নিত করে তা প্রতিরোধ করা যায়। অনেক পুলিশ কর্মীই জানান, এই উদ্যোগে তাঁরা অত্যন্ত উপকৃত হয়েছেন। প্রতিদিনের ব্যস্ত ডিউটির মাঝে তাঁরা নিজের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। এই ধরনের শিবির তাঁদের সেই সুযোগ করে দিল।
সামগ্রিকভাবে এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয় স্তরেও। পুলিশের প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি এবং মানবিক মনোভাব যে তাদের নিজেদের স্বার্থেও প্রয়োগ করা প্রয়োজন, তা আরও একবার প্রমাণ করল সোনারপুর থানা। এই উদ্যোগ সমাজে পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক আরও মজবুত করতে সাহায্য করবে বলেই মত অনেকের। পুলিশ কর্মীরা সুস্থ থাকলে তাঁরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন — এই বার্তাই দিল সোনারপুর থানার এই উদ্যোগ।
