
বারুইপুরঃ পানীয় জলের পাইপ লাইনের কাজের জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ রাস্তা ৷ এরফলে একাধিক সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা ৷ তাদের যাতায়াতে সমস্যা হচ্ছে ৷ ঘটনাটি ঘটেছে হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় ৷ গ্রামবাসীদের দাবি অতিরিক্ত ধুলোর জন্য অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন ৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়িও ৷ বিষয়টি পঞ্চায়েত প্রধানকে জানালেও তিনি সহযোগিতা করছেন না ৷ উপরন্তু তার বক্তব্য এই বিষয়ে তার কোনওকিছু জানা নেই ৷ এলাকার বাসিন্দাদের দাবি এইসময় পরীক্ষা চলছে ৷ পরীক্ষা চলার কারণে এই রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের ৷
আরও পড়ুনঃ শ্লীনগরে রাস্তার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন বিধায়ক
প্রধানকে একাধিকবার বলেও কাজ না হওয়ায় বুধবার রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা ৷ অনরোধের ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷ এই সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ ৷ তারা গ্রামবাসীদের সাথে কথা বলেন ৷
প্রায় ঘন্টাখানেক ধরে অবরোধ চলে ৷ খবর পেয়ে পুলিশের পাশাপাশি পুর্ত দপ্তরের আধিকারিকরাও পৌঁছায় ৷ উপস্থিত হন রাস্তা প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিরাও ৷ সকলে মিলে এই ঘটনায় গ্রামবাসীদের সাথে বৈঠক করেন ৷ বৈঠকে সিদ্ধান্ত হয় যাতে ধুলো না ওড়ে তারজন্য নিয়মিত রাস্তায় দুবেলা জল দেওয়া হবে ৷ এছাড়া পাইপ লাইনের কাজ হয়ে গেলে দ্রুত রাস্তার মেরামতির কাজ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে ৷ এই আশ্বাস পেয়ে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা ৷