
বারুইপুরঃ চার বছরের মধ্যেই নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় সাজা ঘোষণা করল বারুইপুর আদালত ৷ পকসো মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষনা করল বারুইপুর মহকুমা আদালত ৷ এর সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১বছরের জেলের সাজা ৷ নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপুরণের নির্দেশ আদালতের ৷
আরও পড়ুনঃ দৄষ্টি ক্ষমতা না থাকলেও অসাধ্য সাধন একঝাঁক কিশোরের
বারুইপুর থানায় ২০২১ সালের ৩১ শে জুলাই নির্যাতিতা নাবালিকার মা অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ বাবলু ঢালি নামে এক প্রতিবেশী যুবক বাড়ি ফাঁকা পেলেই তার নাবালিকা মে্যেকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যেতেন ৷ বাড়িতে নিয়ে তার উপর যৌন নির্যাতন করা হত ৷ তার ভিডিও করা হত বলেও অভিযোগ ৷ সেই ভিডিও তুলে সবাইকে দেখানোর ভয় দেখিয়ে দিনের পর দিন তার সাথে যৌন সম্পর্ক করেছে বলে অভিযোগ ৷ নির্যাতিতার বোনকেও একইভাবে তার উপর অত্যাচার করার ভয় দেখাত ৷ এইভাবে ভয় দেখিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্কের জেরে গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা ৷ তারপরেই বিষয়টি পরিবারের সামনে আসে ৷ মেয়ের শারীরিক গঠনের পরিবর্তন হওযায় মা তাকে জিজ্ঞাসাবাদ করলে মায়ের কাছে সব খুলে বলে ৷ বিষয়টি জানার সাথে সাথেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা ৷
এই ঘটনার তদন্ত শুরু করেন সাব ইন্সপেক্টর অভিজিত কর্মকার ৷ তিনিই এই ঘটনায় চার্জশিট জমা দেন ৷ বারুইপুর মহকুমা আদালতের স্পেশাল কোর্টের অতিরিক্ত বিচারপতি মাননীয় সুব্রত চ্যাটার্জি মহাশয় এই মামলার রায় ঘোষণা করেন ৷ এই মামলায় নির্যাতিতার পক্ষে সওয়াল করেন মিনারা খাতুন ৷ তিনি বলেন এই রায় দৄষ্টান্ত হয়ে থাকবে ৷