
সোনারপুরঃ ছোটরা আজকাল মোবাইলের নেশায় বুদ ৷ দিনের বেশীরভাগ সময় কাটছে তাদের মোবাইল হাতে ৷ কর্মব্যস্ততার কারণে অনেক বাবা-মায়েরাই তাদের সন্তানের সাথে সময় কাটাতে পারছেন না ৷ তাদের সবার কথা ভেবেই সোনারপুরে চালু হল ফ্যামেলি ফান পার্ক ৷ যেখানে ছোট বাচ্ছা থেকে আরম্ভ করে সবাই মিলে অনায়াসে কাটাতে পারেন নিজের খুশিমত সময় ৷
ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করুনঃ https://www.youtube.com/watch?v=-Df_JvScRsQ
ঢালাই ব্রীজ সংলগ্ন পশ্চিম বালিয়ার স্টার লাক্সারিয়ার সেকেণ্ড ফ্লোরে তৈরি হয়েছে ফ্যামেলি ফান পার্ক ৷ যার নাম দেওয়া হয়েছে WHIZ KIDS ৷ বিভিন্ন ধরনের খেলা রয়েছে এখানে ৷ যা বাচ্ছাদের শারীরিক ও মানসিক গঠনে সাহায্য করবে ৷ এর পাশাপাশি বেশ কয়েকটি খেলাতে অংশ নিতে পারবে বাবা-মায়েরাও ৷ ছোটদের জন্য যেমন নানানরকমের গেম রয়েছে তেমনি তাদের চিন্তা বা ভাবনা শক্তি যাতে বৄদ্ধি হয় তার ব্যবস্থাও রয়েছে ৷ খেলাঘরের মাধ্যমে সমাজের বিভিন্ন পেশার পরিস্থিতিও তুলে ধরা হয়েছে ৷ রয়েছে ওয়াটার স্পোর্টসও ৷ সম্পুর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং সিসিটিভি আওতার মধ্যে পুরো এলাকা ৷ খেলতে খেলতে খিদে পেলেও চিন্তা নেই রয়েছে ক্যাফেও ৷ যেখানে নিজের পছন্দমত খাবার অর্ডার করতে পারেন ৷
সংস্থার কর্ণধার আশিস বাজাজ জানান সম্পুর্ণ ছোটদের কথা মাথায় রেখেই তাদের এই পদক্ষেপ ৷ সংলগ্ন এলাকার বহুতল আবাসনের অনেক বাসিন্দাই আসেন এখানে ৷ সকাল ১১টা থেকে খোলা হয় এই পার্ক ৷ সপ্তাহে সাতদিনই খোলা থাকে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷ পুরো ফ্লোরটি পরিষ্কার পরিছন্ন ৷ রয়েছেন সিকিউরিটি গার্ডও ৷ এছাড়া প্রতিটি খেলার জন্য রয়েছেন বিশেষ প্রশিক্ষক ৷