
সোনারপুরঃ পরীক্ষার আগে মানসিক চাপের জেরে আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ৷ পড়ার ঘর থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ ৷ পরিবারের লোকেরাই তাকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৄত বলে ঘোষনা করেন ৷ ঘটনায় অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করেছে পুলিশ ৷
আরও পড়ুনঃ ভোটার তালিকা নি্যে বাড়ি বাড়ি ঘুরলেন লাভলী মৈত্র
হরিনাভী ডি.ভি.এ.এস স্কুলের ছাত্রী সুচেতা চক্রবর্তী ৷ ভালো ছাত্রী হিসেবেই তার পরিচিতি ৷ আজ থেকেই রাজ্য জুড়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৷ তার আগে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ৷ পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে রাজপুরের স্বর্ণকার পাড়ায় মামার বাড়িতে থাকত সুচেতা ৷ তার বাড়ি রাজপুরের এম.এন রায় রোডে ৷ পরীক্ষার আগে মা কে তিনি জানান সব পড়া ভুলে যাচ্ছেন ৷ থিওরি তার মনে থাকছে না ৷ পরিবারের সদস্যরা তাকে মানসিক চাপ নিতে বারণ করেন ৷ দোতালার ঘরে পড়াশুনা করত সুচেতা ৷ রাত্রি হয়ে যাওয়ায় তাকে খাওয়ার জন্য ডাকতে যাওয়া হয় ৷ তখন পরিবারের সদস্যরা তাকে দেখে ফ্যনের সাথে ঝুলন্ত অবস্থায় ৷ নিজের ওড়নাতেই ফাঁস লাগায় সে ৷ সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায় ৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ৷ তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ পরীক্ষার আগেই সুচেতা আত্মঘাতী হওয়ায় বিষাদের ছায়া পরিবার ও এলাকায় ৷