
সোনারপুরঃ পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার থেকেই ভোটার তালিকা সংশোধনের কাজে বেরিয়ে পড়লেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র। তার সাথে ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। রবিবার বিকেলে রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কয়েকটি বুথ ঘোরেন তারা ৷
আরও পড়ুনঃ ভোটারদের দাবিদাওয়া জানতে বিধায়কের উদ্যোগে অভিযোগ বাক্স
শনিবার লাঙলবেড়িয়ার কর্মীসভায় ঘোষণা করেছিলেন রবিবার থেকেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে ৷ সেইমত দলীয় কর্মীদের নিয়ে রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা সহ বাড়ি বাড়ি যান তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ভোটার চিহ্নিত করতে হবে বলে জানান বিধায়ক লাভলী মৈত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভায় মোট ৩০০টি বুথ রয়েছে। লোকসভা ভোটের নিরিখে ভোটার বেড়েছে প্রায় ২৫ হাজার। তারা সকলেই বৈধ ভোটার কিনা প্রতিটি বুথে বুথে গিয়ে খতিয়ে দেখা হবে বলে জানান লাভলি মৈত্র। যদিও আজ বেশ কয়েকটি বুথে খতিয়ে দেখা হলেও কোন ভুয়ো ভোটার পাওয়া যায়নি বলে জানান তিনি ৷
কর্মসুচী শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনারও নিন্দা করেন তিনি। যারা হামলা চালিয়েছেন তারা ছাত্র নয় গুন্ডা। এই ঘটনার প্রতিবাদে সোনারপুরে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।