
সোনারপুরঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট ৷ এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল তৄণমুল কংগ্রেস ৷ ময়দানে নেমে পড়েছেন নেতা কর্মীরাও ৷ সংগঠন চাঙ্গা করতে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নেওয়া হল একাধিক পদক্ষেপ ৷ তেমনই সরাসরি ভোটারদের কাছে পৌঁছাতে তৈরি করা হল অভিযোগ বাক্স ৷ এই বাক্স থাকবে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ড অফিসে ও ৬টি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে ৷ যাতে এলাকার মধ্যেই নিজের অভাব অভিযোগের কথা জানাতে পারেন ৷
আরও পড়ুনঃ দল ও সরকারের প্রচারে সোনারপুর দক্ষিণে সোশাল মিডিয়ার টিম
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র জানান প্রতিটি বাক্সের চাবি থাকবে তার কাছে ৷ রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা থেকে আরম্ভ করে এলাকার বেআইনী কাজ, দুর্নীতি এমনকি কোনও নেতার বিরুদ্ধেও দুর্ব্যবহারের কোনও অভিযোগ থাকলে তা জানাতে পারবেন ৷ নাম ও পরিচয় সম্পুর্ণ গোপন রাখা হবে বলে জানিয়েছেন বিধায়ক ৷ অভিযোগ জানার পর বিষয়টির সমাধানে তিনি উদ্যোগী হবেন ৷
পৌর ও গ্রামীণ এলাকায় দলের কাজকর্ম যাতে ভালো করে হয় সেজন্য গ্রামীণ এলাকায় সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই চন্দ্র বারিকের নেতৄত্বে একটি কমিটি, সোনারপুর টাউনে পাঁচ কাউন্সিলারকে নিয়ে একটি কমিটি ও রাজপুর টাউনেও সভাপতি শিবু ঘোষের নেতৄত্বে একটি কমিটি তৈরি করা হবে বলে জানান বিধায়ক ৷