
সোনারপুরঃ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সোশাল মিডিয়ায় প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হল একটি টিম ৷ সোনারপুরের লাঙলবেড়িয়ায় এই টিমের তালিকা ঘোষনা করা হয় ৷ তাদের প্রত্যেকের হাতেই টিম লাভলী মৈত্র ৷ সোনারপুর দক্ষিণ লেখা একটি করে গেঞ্জি তুলে দেওয়া হয় ৷ প্রতিটি ওয়ার্ড থেকে একজন ও প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিনিধি নিয়ে এই তালিকায় জায়গা পেয়েছেন ৷
আরও পড়ুনঃ ভোটার তালিকা সংশোধনের কাজে কর্মীদের ময়দানে নামার ডাক লাভলী মৈত্রর
এই বিষয়ে বলতে গিয়ে বিধায়ক লাভলী মৈত্র বলেন সংবাদমাধ্যমের একটি অংশ মিথ্যা প্রচার করছে ৷ বিষয়টিতে বিজেপির চক্রান্ত থাকতে পারেও বলে তার অভিযোগ ৷ সোশাল মিডিয়াতেও অনেক ভুল তথ্য প্রচার করা হয় ৷ এইসব প্রচারের মোকাবিলায় এবার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মোট ২৪ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে ৷ এই তালিকায় কারা জায়গা পেল তা দেখে নিন একনজরেঃ –
ওয়ার্ড নম্বর ৯ থেকে রবি রায়
ওয়ার্ড নম্বর ১০ থেকে অরিন্দম চক্রবর্তী
ওয়ার্ড নম্বর ১২ থেকে সমীর দত্ত
ওয়ার্ড নম্বর ১৩ থেকে আকাশ দাস
ওয়ার্ড নম্বর ১৪ থেকে দীপঙ্কর রায়
ওয়ার্ড নম্বর ১৫ থেকে অভিজিত সরকার
ওয়ার্ড নম্বর ১৬ থেকে সুরেশ ঘড়াই
ওয়ার্ড নম্বর ১৭ থেকে রাজীব চন্দ্র
ওয়ার্ড নম্বর ১৮ থেকে আদিত্য রায় চৌধুরী
ওয়ার্ড নম্বর ১৯ থেকে অমিত পর্বত
ওয়ার্ড নম্বর ২০ থেকে বীরেশ্বর ভট্টাচার্য্য
ওয়ার্ড নম্বর ২১ থেকে পার্থ ভৌমিক
ওয়ার্ড নম্বর ২২ থেকে সন্দীপ মজুমদার
ওয়ার্ড নম্বর ২৩ থেকে সুমন দাস
ওয়ার্ড নম্বর ২৪ থেকে সুপ্রভাত চক্রবর্তী
ওয়ার্ড নম্বর ২৫ থেকে সুরজিত মন্ডল
ওয়ার্ড নম্বর ২৬ থেকে আনারুল মন্ডল
অভিষেক কয়াল
কালিকাপুর ২ গ্রাম পঞ্চায়েত থেকে মিঠু মন্ডল
সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েত থেকে নারায়ণ রায়
কালিকাপুর ১ গ্রাম পঞ্চায়েত থেকে আনসার লস্কর
প্রতাপগনর গ্রাম পঞ্চায়েত থেকে সঞ্জয় মন্ডল
লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত থেকে ধীমান মন্ডল
পোলঘাট গ্রাম পঞ্চায়েত থেকে রাজু নস্কর