
সোনারপুরঃ দিল্লীতে সংসদ অধিবেশনে তার বক্তব্য কর্মীরা শুনছেন কিনা তা সরাসরি কর্মীদের কাছেই জানতে চাইলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ৷ পাশাপাশি তিনি এও জানতে চান তাদের কেমন লাগছে ৷ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত একটি কর্মীসভায় যোগ দেন সায়নী ঘোষ ৷ তিনি একাধারে সাংসদ, আবার দলের যুব সংগঠনের সভানেত্রী ফলে তার সাংসদ এলাকার বাইরেও কর্মসুচী থাকে তার ৷ ফলে এখানকার সব অনুষ্ঠানে আসতে পারেন না তিনি ৷ কর্মীরা ডাকলেও আসতে না পারায় দুখ প্রকাশ করেন ৷ এর পাশাপাশি তার বার্তা আয়োজনে থাকতে না পারলেও তিনি প্রয়োজনে থাকবেন ৷
আরও পড়ুনঃ ভোটার তালিকা সংশোধনের কাজে কর্মীদের ময়দানে নামার ডাক লাভলী মৈত্রর
ভোটার তালিকা সংশোধনে যে কারচুপি হয়েছে তা নিয়ে নেত্রী আগেই উদ্ধেগ প্রকাশ করেছিলেন বলে জানান সায়নী ঘোষ ৷ বিষয়টি যে সঠিক তা তারা পর্যবেক্ষনে নেমেই বুঝতে পারেন ৷ এমনকি একই ভোটার কার্ডের নাম্বারে দুজনের নাম আছে বলে অভিযোগ ৷ তাদের অনেকেই বিজেপি শাসিত নানান রাজ্যের বাসিন্দা ৷ এই ঘটনাকে সরাসরি বিজেপির কারচুপি বলে অভিযোগ করেন ৷ এইসব করেও বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না বলে স্পষ্ট বার্তা সায়নীর ৷ লোকসভা ভোটে ২ লক্ষ ৯০ হাজারের মত ভোটার ছিলেন এই বিধানসভা কেন্দ্রে ৷ প্রায় ২৫ হাজার ভোটার বেড়ে সংখ্যাটা এখন ৩ লক্ষ ১৫ হাজারের মত ৷ যে ২৫ হাজারের মত ভোটার বেড়েছে তারা সকলেই বৈধ কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে ৷
কর্মীরাই দলের সম্পদ বলে বার্তা সায়নী ঘোষের ৷ কেউ একা কিছু করতে পারে না ৷ অনেকেই যারা এখন আর দলের সাথে সম্পর্ক রাখেন না সেইসমস্ত কর্মীদের কাছে গিয়ে ভালোবেসে তাদের কাছে টেনে নেওয়ার বার্তা দেন তিনি ৷ মমতা বন্দোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন বলে নিশ্চিতভাবে জানান তিনি ৷ মমতা বন্দোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করতে তিনি নিজের ভোটে যে পরিশ্রম করেছেন তার থেকে আরও অনেক বেশী পরিশ্রন করবেন বলে জানান ৷ কর্মীদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন কে কেমন কাজ করছেন তার একটি রিপোর্ট তার কাছ থেকে দলের শীর্ষ নেতৄত্বের কাছে যায় ৷ সেলফি তোলা নিয়েও তিনি বার্তা দেন, তার বক্তব্য আসানসোলে নির্বাচনে এলাকার বহু বাসিন্দা তার সাথে সেলফি তুলেছিলেন কিন্তু তাদের সবার ভোট পেলে তিনি হারতেন না ৷