
সোনারপুরঃ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ ৷ দলীয় কর্মীদের এমনটাই বার্তা দিলেন বিধায়ক লাভলী মৈত্র ৷ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র জুড়ে মোট তিনশোটি বুথ রয়েছে ৷ প্রতিটি বুথ থেকেই দলীয় কর্মীরা এই সভায় এসেছিলেন ৷ এছাড়া উপস্থিত ছিলেন দলের সর্বস্তরের জনপ্রতিনিধিরা ৷
আরও পড়ুনঃ চিপসর প্যাকেট দিয়ে গাড়ি সাজিয়ে প্রেমিকাকে বিয়ে করতে চললেন জাহাঙ্গীর
ভোটার তালিকা সংশোধনের কাজ অত্যন্ত গুরুত্বপুর্ণ ৷ নেতাজী ইণ্ডোরের সভায় এই নিয়ে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ বেশ কয়েক জায়গায় ভোটারের সংখ্যা বৄদ্ধি পেয়েছে ৷ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যেমন গ্রামীণ এলাকা রয়েছে তেমনই শহর এলাকাও রয়েছে ৷ কলকাতার খুব কাছেই এই বিধানসভা কেন্দ্র ৷ বাইপাস সহ প্রতিটি পুর ওয়ার্ডেই তৈরি হচ্ছে হাইরাইজ বিল্ডিং ৷ যেখানে বিভিন্ন জায়গা থেকে বাসিন্দারা এসে থাকছেন ৷ তাদের অনেকেই এখানকার ভোটার তালিকায় নাম তুলছেন ৷ একাধিক জায়গায় কারোর নাম উঠেছে কিনা সেদিকেও কর্মীদের সজাগ থাকার বার্তা দেন বিধায়ক ৷
সোনারপুরের লাঙলবেড়িয়ায় একটি সংস্থার অডিটোরিয়ামে কর্মীসভার আয়োজন করা হয়েছিল ৷ এই সভায় উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই চন্দ্র বারিক সহ দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও বুথের কর্মীরা ৷