
সোনারপুরঃ মাদক পাচার চক্রের মুল মাথা উসমান গাজী বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷ বিগত তিন বছর ধরে সে গাঁজা ব্যবসা করত ৷ মুলত উড়িষ্যা থেকে নিয়ে এসে মথুরাপুর সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার নানান জায়গায় গাঁজা সরবরাহ করা তার কাজ ছিল বলে জানা গিয়েছে ৷ এই ধৄত তিনজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ ৷
আরও পড়ুনঃ কামালগাজি বাইপাস থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করল পুলিশ
গোপনসুত্রে খবর পেয়ে ২৬শে ফেব্রুয়ারী বুধবার কামালগাজি বাইপাস এলাকা থেকে একটি গাড়ি আটক করে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ অভিযান চালিয়ে গাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান গাঁজা ৷ বালেশ্বর থেকে এই সমস্ত গাঁজা নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে ৷ গাঁজা আনার সময় তল্লাশি চালালেও যাতে পুলিশের হাতে ধরা না পড়ে তারজন্য গাড়ির মধ্যেই তৈরি করা হয়েছিল আলাদা একটি চেম্বার ৷ বালেশ্বরে যারা গাঁজা ব্যবসা করে তারাই এই চেম্বার তৈরি দেয় বলে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ ৷ অভিযুক্তদের কাছ থেকে যে ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷ আর কারা এর সাথে যুক্ত কল লিস্ট খতিয়ে তা দেখা হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷
ঘটনায় গ্রেফতার হয়েছেন এই চক্রের অন্যতম মুল পাণ্ডা উসমান মন্ডল, শাহরুল হক মিস্ত্রি ও আমিন আলি গাজিকে ৷ তাদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৄতদের বৄহস্পতিবার আলিপুর মহকুমা আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ আপাতত নিজেদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷