
সোনারপুরঃ ফুল নয়, চিপসের প্যাকেট দিয়ে সাজানো হয়েছে বরকর্তার গাড়ি ৷ সেই গাড়ি চেপেই দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করতে চললেন বরমশাই ৷ এমনই ছবি ধরা পড়ল সোনারপুর আপডেটের ক্যামেরায় ৷ বাসন্তী থানার চাদরাখালি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর সরদার ৷ বাগনানের এক তরুণীর সাথে তার যোগাযোগ হয় ৷ তারপর দুজনের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক ৷ সেই প্রেম অবশেষে পুর্ণতা পেতে চলেছে ৷ বিয়ে করতে চলেছেন দুজনে ৷ তাই বাসন্তী থেকে বরবেসে গাড়ি সাজিয়ে বাগনানের উদ্দেশ্যে রওনা জাহাঙ্গীরের ৷ বিয়ের করতে যাওয়ার আগে অন্য সবার মত তার গাড়িও সাজানো হয়েছে ৷ তবে ফুল দিয়ে নয় ৷ বিভিন্ন ধরনের চিপসের প্যাকেট দিয়ে সাজানো হয়েছে গাড়ি ৷ সবগুলি প্যাকেটেই ভর্তি রয়েছে চিপস ৷ অভিনব এই ভাবনা জাহাঙ্গীর ও তার বন্ধুদের ৷
আরও পড়ুনঃ নরেন্দ্রপুরে ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কাটলেন বৄদ্ধ
সাধারণত ফুল দিয়েই গাড়ি সাজান সকলে ৷ ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ৷ এছাড়া মহিলা ও বাচ্ছারা চিপস থেতে ভালোবাসে ৷ এমন ভাবনা থেকেই চিপসের প্যাকেট দিয়ে গাড়ি সাজানোর পরিকল্পনা করেন জাহাঙ্গীর ৷ বরের ভাই রাকিব জানালেন চিপসের প্যাকেট দিয়ে গাড়ি সাজিয়ে অন্যদের দৄষ্টি আকর্ষণ করাও তাদের অন্যতম উদ্দেশ্যে ৷ গাড়িচালক ইকবাল জানালেন এই চিপসের প্যাকেট ছিঁড়ে বাচ্ছারা যখন খাবে তখন তাদের বেশ মজাই লাগবে ৷
গাড়িটিকে সাজাতে বিভিন্ন রংয়ের চিপসের প্যাকেট ব্যবহার করা হয়েছে ৷ তা সুতলির সাহায্যে ডিজাইন করে বাঁধা হয়েছে গাড়ির সামনের অংশে ও গাড়ির ছাদেও ৷ জাহাঙ্গীরের অন্যরকম এই ভাবনা উপভোগ করছেন রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু বাসিন্দা থেকে আরম্ভ করে অন্যান্য যানবাহনের যাত্রীরাও ৷